পুলিশ যেমন বিপদে পাশে দাঁড়ায়, তেমনি আপনারাও সহায়তা করুনঃ ডিএমপি প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে এমন মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জনগনের প্রতি আহবান জানিয়ে বলেছেন আপনাদের এলাকায় যারা মাদকসেবী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত তাদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএমপির ওয়ারী জোন আয়োজিত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি প্রধান বলেন, ‘আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে আপনাদেরই এলাকায় শান্তি বিরাজ করবে। কেননা আপনারা সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ যেমন বিপদে-আপদে আপনাদের পাশে দাঁড়ায়, তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা আপনাদেরও নৈতিক দায়িত্ব। আপনাদের সঙ্গে নিয়েই আমরা ভালো কাজ করতে চাই।’
জনতার আওয়াজ/আ আ
