পৈশাচিক হাসি : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

ওরা হাসে ! আত্মতৃপ্তির হাসা হাসে
ধিকৃত-বিকৃত, ঘৃণিত- হাসি হাসে !
স্বার্থান্ধের হাসি, প্রতিশোধের হাসি!
অহমের হাসি, কর্তৃত্ববাদী হাসি !
স্বীকৃত মুনাফেকি হাসি- ওরা হাসে
খুনান্ধ- হালাকু খানের হাসি হাসে!
সদা মগ্ন, সদা লালসে, সর্বনাসে!
লহু-লাল তাইগ্রিস দেখে, উল্লাসে!
পৈশাচিক বর্বর হাসি! ওরা হাসে!
চিরঞ্জীব মগ্ন মানসে ! ওরা হাসে!
লেন্দুপের পঁচা দেহের- গন্ধ ভাসে
এই দুর্গন্ধ ! ওরা খুব ভালোবাসে!
ওরা ভাবেনা, ওদের স্বপ্ন বিলাসে
স্বপ্ন বাস করে, ঠুনকো পঁচা বাঁশে!
জানে, থামবেই ওরা ঐ ঐশী নাশে!
তবুও হাসে, পৈশাচিক হাসি হাসে!
জনতার আওয়াজ/আ আ
