প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সাথে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২৪, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২৪, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (২২ জুন) রাতে সিলেট নগরীর টিলাগড়স্থ প্রতিমন্ত্রীর বাসভবনে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে উত্তর সিলেটে (বৃহত্তর জৈন্তিয়া) বন্যার কারণে ভয়াবহ জলাবদ্ধতা সমস্যার ব্যাপারে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবগত ও দ্রুত ব্যবস্থা গ্রহণে অবগত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শফিক চৌধুরী। এছাড়াও বৃহত্তর সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক উল্লেখ করেন তিনি।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন-জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. হাছান আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সালাউদ্দিন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহসাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎদাস, আইসিটি সম্পাদক ভানুলাল দাস, সদস্য এমদাদুল হক তুহিন, নাজমুল ইসলাম, ডা. মো: ফখর উদ্দিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ
