প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর্জেন্টাইন গোলরক্ষক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
কাতারের মাটিতে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যতটা অবদান ছিল লিওনেল মেসির, তার থেকে কিছু কম ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। ফাইনালের ১২৩ মিনিটে তাঁর সেই অবিশ্বাস্য সেইভ এখনো আর্জেন্টাইন ভক্তদের মনে গেঁথে রয়েছে। আলবিসেলস্তেদের ফুটবল ইতিহাসে মার্টিনেজ অমর হয়ে থাকবেন। বিশ্বকাপজয়ী কিংবদন্তী এ আর্জেন্টাইন গোল রক্ষক আজ সকালে এসে পৌঁছেছেন ঢাকায়।
হোটেল থেকে সকাল দশটা বিশ মিনিটে মার্টিনেজ পৌছান রাজধানীর উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে। আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষককে বাংলাদেশে আনার স্পন্সর তারাই। সেখানে এ প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে মার্টিনেজের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
এরপর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ।
এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি। টাইগার সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ।
এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। আর বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।
জনতার আওয়াজ/আ আ
