ফল ঘোষণা নিয়ে টানটান উত্তেজনা, নৌকা-ঘড়ির সমর্থকরা মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশ চলছে। বঙ্গতাজ অডিটোরিয়ামে চলছে ফলাফল ঘোষণা। বাইরে নৌকা ও টেবিল ঘড়ির প্রার্থীরা অবস্থান নিয়েছেন। যে কেন্দ্রে যে দল জয় পাচ্ছে সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরা। শুরু থেকেই টেবিল ঘড়ির সমর্থকরা ছিলেন গেটের বাইরে। এরপর নৌকার সমর্থকরা এলে কিছুটা সরে গিয়ে দাঁড়ান তারা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় আজ। দিনব্যাপী ভোটে সিংহভাগ ভোটার সন্তোষ প্রকাশ করেন। এখন চলছে ভোটের ফলাফল ঘোষণা। ফল ঘোষণার শুরু থেকেই অডিটোরিয়ামে উপস্থিত আছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
জনতার আওয়াজ/আ আ
