ফের ‘ভুল ভুলাইয়া’য় ফিরছেন বিদ্যা বালান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের ‘ভুল ভুলাইয়া’য় ফিরছেন বিদ্যা বালান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করে এই সিনেমা। এবার আসছে রি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। আর সেই সিনেমাতেই দীর্ঘ ১৭ বছর পর ফিরতে চলেছেন বিদ্যা বালান। তিনি এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলেই জানা গিয়েছে।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার কাজ। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বিদ্যা বালানের। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার হাত ধরেই ফের বাণিজ্যিক সিনেমাতে ফিরছেন অভিনেত্রী। মাঝে তাকে শেরনি, জলসা, শকুন্তলাদেবী, ইত্যাদি ধরনের সিনেমা বা সিরিজে দেখা গিয়েছে যেখানে মহিলা চরিত্রই গল্পের মূলে ছিল।

তবে ভুল ভুলাইয়ার এই নতুন সিনেমাতে তিনি আবারও মঞ্জুলিকার চরিত্রে ধরা দেবেন কিনা সেটা স্পষ্ট নয়। কিন্তু আগের একাধিক সিনেমার মতোই যে বিদ্যাকে এখানেও ঝরঝরে বাংলায় কথা বলতে শোনা যাবে সেটা জানানো হয়েছে।

এই সিনেমাটির পরিচালনা করছেন আনিস বাজমি। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার অনেকটা অংশের শুটিং হবে সিটি অব জয় অর্থাৎ কলকাতায়। বাদ যাবে না পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাও। ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাতে বিদ্যার জায়গায় মঞ্জুলিকার চরিত্রে ছিলেন টাবু।

সূত্রের খবর অনুযায়ী বিদ্যা বালান ছাড়াও এই সিনেমাতে দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি ‘ভুল ভুলাইয়া ২’ এরও অংশ ছিলেন। এবার তাকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে এই সিনেমা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com