ফের সেই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে : জাফরুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৭, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের সেই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। তার মূল কারণ ছিল দুঃশাসন ও মিস ম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনা। আজকে ফের সেই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।’

শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, নোবেলবিজয়ী অমর্ত্য সেন লিখেছেন, ’৭৪-এর দুর্ভিক্ষের বছর দেশে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। তারপরেও না খেয়ে তিন লাখ মানুষ মারা গিয়েছিলেন। মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে না ঠিকই। কিন্তু অর্ধাহারে আছে, অপুষ্টিতে আছে। আজকে যদি টিসিবির লাইনটা দেখি, আগে দেখতাম টিসিবিতে নিম্নবিত্ত কিছু মানুষ আসতেন। এখন মধ্যবিত্ত ঘরের কর্তাও লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।

স্মরণসভায় আ স ম আব্দুর রব বলেন, ‘যেদিন জনগণের অধিকার আদায় হবে, ভোটাধিকার নিশ্চিত হবে, সেদিনই মওদুদ ভাইয়ের প্রতি আমাদের সত্যিকার শ্রদ্ধা জানানো হবে।’

তিনি বলেন, আপনি গুম করতে পারেন, মানুষকে হত্যা করতে পারেন। কিন্তু ইতিহাসকে হত্যা করতে পারবেন না। আজকে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে মানুষ না খেয়ে আছে। সরকার এসব চোখে দেখে না, তারা অন্ধ। মানুষের হাহাকার শোনে না। গরিবদের দেখে না, নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের দেখে না। সরকারের মাথা ব্যথা নেই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ব্যারিস্টার মওদুদ ছিলেন একজন স্পষ্টভাষী ও চমৎকার লেখক। তিনি নিজের কথায় বিশ্বাস রাখতেন। অনেক নেতাদের দেখি, দলের সমালোচনা করতে পারেন না। এমনকি ইতিবাচক সমালোচনাও না। কিন্তু ব্যারিস্টার মওদুদের কথাবার্তায় অনেকেই সন্দেহে ভুগতেন, তিনি কোন দল করেন।’

স্মরণসভায় আরও বক্তৃতা করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মওদুদ আহমেদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com