ফেসবুক-ইনস্টাগ্রাম কাজ করছে না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে না। বাংলাদেশ থেকে লগইন করে ব্যবহারকারী এতে প্রবেশ করতে পারছেন না। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। এছাড়া বিশ্বের অন্যান্য স্থানেও একই সমস্যা দেখা যাচ্ছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই কাজ করছে না।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে লিখেছেন, কিছু সময় পরে সবকিছু ঠিক হবে।
জনতার আওয়াজ/আ আ
