ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফ্রান্স সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৮ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত উইমেন স্পিকার্স সামিট শীর্ষক সম্মেলন উপলক্ষ্যে স্পিকার শিরীন শারমিন ৭ মার্চ প্যারিসে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
জনতার আওয়াজ/আ আ
