বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রদ্ধা নিবেদন করেন।
এইদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে পরিচিত) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জাতির বুকে স্বাধীনতার প্রদীপ প্রজ্বলিত করেছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মুক্তিকামী জনগণকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।
জনতার আওয়াজ/আ আ
