বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৩, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার বিএনপি কার্যলায়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়।

সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মল্লিকের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য আকবার মুবিন ও কামরুজ্জামান রিফাতসহ সদর উপজেলার অধীনে সকল ইউনিয়নের নেতারা।

মিছিল এবং পথসভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ কমিটি আগামী দিনে সরকারবিরোধী চলমান আন্দোলন বেগবান করবে বলে প্রত্যাশা করেন তারা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ