বর্বর শতক : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
নীলিম আকাশ আজি ক্ষতবিক্ষত
রক্তিম ভেঁজা ত্রিপল,
বৃক্ষরাজির ওপর রক্ত কল্লোল
লালেলাল উৎপল।
জমিনে বইছে রক্তের জলোচ্ছ্বাস
শার্দূলদের উচ্ছ্বাস,
পঁচা লাশ আর পঁচা মনের গন্ধে
দেয়াল চাপা নিঃশ্বাস।
আমার দেশের সান্নিধ্যে আশেপাশে
খুনি উৎফুল্লে হাসে,
মেতেছে ওরা- মানুষ মারার নাশে
হাতছানি সর্বনাশে।
নেই বাকি ধরিত্রীর কোনো প্রান্তর
মুমূর্ষু এই অন্তর,
হায় বর্বর দশক- হায় শতক
শুধু ধ্বংস দুস্তর।
হায় অমানুষের ঘৃণ্য চরাচর
হায় ঘৃণ্য দন্ডধর,
কত নদী-সাগর আর রক্ত খাবি
কতটা হবি বর্বর।।