বসিক নির্বাচন : শেষ দিনে ২১ জনের মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ২১ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী নির্বাচনে ভোট যুদ্ধে লড়াই করবেন।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের শেখ মো. আলম, ২৪ নম্বর ওয়ার্ডের কাউসার হোসেন শিপন, ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ সাইদুল হাসান মামুন, ১৬ নম্বর ওয়ার্ডের জায়েদ খান, ১৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম সরদার, ২৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীম বাবুল, ১৪ নম্বর ওয়ার্ডের তৌহিদুর রহমান ছাবিদ, ২১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর রহমান সবুজ, ১৯ নম্বর ওয়ার্ডে শেখ ফেরদৌস ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান, ২৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিজান, ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, ২২ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ, ২ নম্বর ওয়ার্ডের নাসিমা নাজনীন, ২২ নম্বর ওয়ার্ডের আ ন ম সাইফুল আহসান আজিম, ৫ নম্বর ওয়ার্ডের মাইনুল হক, ২ নম্বর ওয়ার্ডের এস এম মাকীন আবেদিন, ১ নম্বর ওয়ার্ডের জিহাদুল ইসলাম জেহাদ, ২৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মো. আলামিন মৃধা, ২৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন গাজী ও ২৬ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান।
এর আগে বুধবার (২৪ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ১৬ জন প্রার্থীর মধ্যে আপিল করে ছয়জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ূন কবির বলেন, ‘শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে পর্যায়েক্রমে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’
বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন যাঁরা:
নগরের ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জিয়াউল হক। তিনি মহানগর বিএনপির সদস্যসচিব ও বর্তমান কাউন্সিলর মীর জাহিদুল কবিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। একই ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লা সাদি ও প্রার্থী হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ওরফে টিপু, ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর হারুন অর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. শাহ আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর সেলিম হাওলাদার, ২৪ নম্বর ওয়ার্ডে সাবেক নেতা ফিরোজ আহম্মেদ ও ২৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক নেতা হুমায়ূন কবির প্রার্থী হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, ৬ নম্বর ওয়ার্ডে মজিদা বোরহান, ৭ নম্বর ওয়ার্ডে সেলিনা বেগম ও ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রাশিদা পারভীন।
মহানগর বিএনপির অপর একটি সূত্র জানায়, দলের মহানগর ও ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ অনেক নেতা প্রার্থী হওয়ায় মহানগরের শীর্ষ নেতারা চাপে পড়েছেন। একসঙ্গে দলের এত নেতার বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নিলে নগরের রাজনীতিতে বিএনপি সাংগঠনিক সংকটে পড়বে এমন আশঙ্কায় তাঁরা হতাশাজনক পরিস্থিতিতে রয়েছেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেন, ‘আমার প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে বিএনপির কোনো চাপ নেই। বরং প্রার্থী থাকার পক্ষে বিএনপির সাধারণ নেতা-কর্মীদের চাপ রয়েছে।’
উল্লেখ্য, আগামী ১২ই জুন বরিশাল সিটিকর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ
