বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্যালিফোর্নিয়া বিএনপি’র ডিনার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৪, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্যালিফোর্নিয়া বিএনপি’র ডিনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৯:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৯:১৫ পূর্বাহ্ণ

 

ক্যালিফোর্নিয়া,যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মার্চ ১০, ২০২২, সন্ধ্যায়, ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে আগত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডিনারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, শাখা।
এতে যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ থেকে আগত এক ঝাঁক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় ‘কস্তুরী রেস্টুরেন্ট’-এ আলোচনা, পরিচিতিসভা এবং ডিনার পার্টির আয়োজন করা হয় ।
এতে বিএনপি ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু আগত ছাত্রদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদেশের মাটিতে নিজেদের পড়া লেখা ঠিক রেখে নিজেদের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করা যায়, তা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ জানান তাদের যেকোনো প্রয়োজনে ক্যালিফোর্নিয়া বিএনপি সর্বাত্নক সহযোগিতা ও তাদের পাশে থাকবেন।
সভাটি পরিচালনার পাশাপাশি বিএনপি ক্যালিফোর্নিয়া সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানও ছাত্রদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপি সহসভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল শিকদার, অধ্যাপক মোঃ শাহাদাৎ হোসেন শাহীন, এলেন খাঁন ইলিয়াস, লিটু হোসেন, অ্যাডভোকেট শাসছুন নাহার খান লাকি ও ওমর ফারুক টিটুসহ ক্যালিফোর্নিয়া বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ