বাংলাদেশের সঙ্গে স্থায়ী অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশের সঙ্গে স্থায়ী অংশীদারিত্বের সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণকালে স্থানীয় সময় শুক্রবার এক লিখিত মন্তব্যে জো বাইডেন এ কথা বলেন।
বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে জো বাইডেন জানান, দু’দেশের সম্পর্ককে মার্কিন প্রশাসন আরো গভীর করতে চায়। দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে মার্কিন প্রশাসন বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে, আমি বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী অংশীদারিত্বের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে স্মরণ করতে চাই।’
এ সময় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ‘অসাধারণ গল্প’ হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, মানবিক, উদ্বাস্তু, জাতিসংঘ শান্তিরক্ষা, এবং সন্ত্রাস দমন, সামুদ্রিক এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ তার বৃহত্তর কৃষিভিত্তিক অর্থনীতিকে একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে যা বৈশ্বিক সাপ্লাই চেইনের প্রধান অংশ হতে প্রস্তুত।’
বাইডেন আশা করেন, ঢাকা ও ওয়াশিংটন গণতান্ত্রিক শাসন, জলবায়ু পরিবর্তন, শরণার্থী এবং সমুদ্র নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাফল্যে বিনিয়োগ করছে এবং তারা সব বাংলাদেশিদের স্বাধীনভাবে অংশগ্রহণ করার এবং তাদের দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষমতাকে সমর্থন করেন।
জনতার আওয়াজ/আ আ
