বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই বলেও জানান তিনি।
নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একযোগে কাজ করবে। কোভিডকালীন সময়েও এই সম্পর্ক গভীর রাখতে একাধিকবার দেশে প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং বন্ধু হিসেবে অনেক সুপরামর্শ দিয়েছে।’
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল অ্যাক্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এতে কাজ করেছে বাংলাদেশ এবং তা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই ফ্রি ফেয়ার ইলেকশন চায়। কেউ যেন নির্বাচনে বাধা দিতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি চালু করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ
