বাকৃবিতে কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বাকৃবি ১নং গেইট জামে মসজিদে ঐ দোয়া অনুষ্ঠান করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের সম্মানিত শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল হাসেম, প্রফেসর ড. মো আবুল কালাম আজাদ, প্রফেসর ড. বদিউজ্জামাল খান পিন্টু।
আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ বাকৃবি ইউনিটের সভাপতি প্রফেসর ড.আবদুল কুদ্দুস, কেন্দ্রীয় এ্যাবের সদস্য ড. হেলাল উদ্দিন, এ্যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া ,সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রশীদ গোলাপ, সাংগঠনিক সম্পাদক এইচ এম রহমান খালেদ। জেলা এ্যাবের যুগ্ম সম্পাদক জাহিদুল আবেদিন মিশু, কৃষিবিদ শরিফুল ইসলাম, বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, যুগ্ম-আহবায়ক মো তরিকুল ইসলাম তুষার মোরাদ, সাহরিয়ার আহমেদ শিহান, স্বচ্ছসহ হল পর্যায়ের প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ
