বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, জরিমানা আদায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টীম আজ বাজার তদারকি করে। এসময় তদারকি টিম মোট ৭ প্রতিষ্ঠানকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার তদারকি টীমের নেতৃত্ব দেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। এসময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টীমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এছাড়া মালিবাগ বাজারে বিভিন্ন অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিতে নেতৃত্বে দেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদের।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ