বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট তানজিন তিশার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৬, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট তানজিন তিশার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে তিনি ওটিটি প্লাটফর্ম, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, টেলিভিশন নাটক ও ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন।

রূপ লাবণ্যে আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে খুব অল্প সময়েই জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি।

২০২২ সালে ফেব্রুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন তিশা। বেশকিছু দিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। তবে বাবা হারানোর ২ বছরের বেশি সময় পার হলেও এক মুহুর্তের জন্য অভিনেত্রী তার বাবাকে ভুলতে পারেননি। মাঝে মধ্যেই বাবাকে নিয়ে স্মৃতিকাতর হতে দেখা যায় তাকে।

বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে অভিনেত্রী উল্লেখ করেছেন, ‘তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু’।

ওই পোস্টে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’

সেই পোস্টের কমেন্ট বক্সে মিতু নামে এক নেটিজেন লিখেছেন, বাবা যার নাই তার কতটা আক্ষেপ সে শুধু সেই বোঝে। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।

ফারহানা নামে আরেক ফেসবুক ব্যবহারকারীর কথায়, আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবা কে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ