বায়ান্নের ভাষা শহীদদের প্রতি নর্থইষ্ট বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউক্যাসেল বাংলাদেশ এসোসিয়শনে অস্থায়ী শহীদ মিনারে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে যুক্তরাজ্য বিএনপি নর্থইষ্ট শাখা । ২১শে ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহণ করেন সাবেক নর্থইষ্ট বিএনপির সভাপতি আব্দুল মান্নান মুন্না সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দেক উপদেষ্টা শাহান আহমেদ চৌধুরী সিনিয়র সহ-সভাপতি জহুর আলী, সহ সভাপতি আহসানুজ্জামান আরিফ যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ খান সহ সাধারণ সম্পাদক মারহানুল হক সাংগঠনিক সম্পাদক মীর্জা আবু তৈয়ব রায়হান নিউক্যাসেল বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া সাঃ সম্পাদক কবির আহমেদ মাসুম সাইফুল আলম প্রমূক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি মাহতাব মিয়া ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন ৫২ এর ভাষা আন্দোলনের শহিদের আত্মার মাগফিরাত কামনা করে, এসময় শ্মরন করে ৭১ এর মুক্তিযুদ্ধোদের সর্বশেষ গত ৫ আগষ্টের সৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরন করেছেন। পরিশেষে উপস্থিত নর্থইষ্ট বিএনপির সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নর্থইষ্ট বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জহুর আলী। ।
জনতার আওয়াজ/আ আ
