বালাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বালাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

জাতির ক্রান্তিলগ্নে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে
তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে
: কলিম উদ্দিন মিলন

সিলেট প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আওয়ামী সরকার একটি ফ্যাসিস্ট সরকার। গণতন্ত্রকে হত্যা করে তারা জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতীষ্ট হলেও সরকারের সেদিকে কোন খেয়াল নেই। তারা ভোট চুরির পথ প্রশ^স্ত করতে কাজ করছে। দলীয় লোক দিয়ে বাজার সিন্ডিকেট গঠনের ফলে সকল নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জাতির এই ক্রান্তিলগ্নে ফ্যাসিবাদী সরকারকে হঠাতে জাতীয়তাবাদী শক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। দলের এই কঠিন সময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। কাউন্সিলারদের গোপন ভোটে সভাপতি পদে গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি পদে লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমদ তুহেল ও সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল আহমেদ সেফুল নির্বাচিত হন।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হক চৌধুরী চেয়ারম্যানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচীত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ওসমানীনগর উপজেলা সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, গোলাপগঞ্জ পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আ ফ ম কামাল, লোকমান আহমদ, বুরহান উদ্দিন, আব্দুস সামাদ তুহেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুর রহমান মুমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চেয়ারম্যান, বিএনপি নেতা আহমেদ জিলু চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন চৌধুরী ও সৈয়দ সারওয়ার রেজা, বিএনপি নেতা শাহিদুল হক সুহেল প্রমূখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ