বিআরটিএ’র নতুন চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিদায়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের স্থলাভিষিক্ত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল।
রবিবার (৩০ জুন) বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দিকে নির্দেশনা দেন নতুন চেয়ারম্যান।
চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বলেন, তিনি আজ থেকেই অফিস শুরু করেছেন। বিআরটিএকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে হবে। আগের চেয়ারম্যানকে যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগিতা করবেন।
গত বুধবার (২৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনতার আওয়াজ/আ আ
