বিএনপির দাবি আলাদিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই : ইনু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আলাদিনের দৈত্যের কাছে বিএনপি যে তিনটা ইচ্ছা পূরণের দাবি করেছে, তা কখনো সম্ভব নয়। তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই।
বিএনপির দাবি প্রসঙ্গে ইনু বলেন, রাজাকার, জঙ্গি, জামায়াত ও সাম্প্রদায়িক চক্রকে সঙ্গে নিয়ে তালেবানি সরকার, সংবিধান অদল-বদল করার হুমকি এবং নির্বাচনের আগেই একটি অস্বাভাবিক ভূতের সরকার তৈরির প্রস্তাব। এই তিনটি অস্বাভাবিক বিপজ্জনক দাবি তারা করেছে। যেটা আলাউদ্দিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই। যেটা সম্ভব না। আলাউদ্দিনের দৈত্যের কাছে বিএনপি যে ইচ্ছ পূরণের দাবি করেছে তাতে জনগণের কোনো সম্পর্ক নাই।
আজ সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ
