বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত দুইটি সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর কমিটি ঘোষণা করা হবে।
এছাড়াও আহবায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই সংগঠনের কমিটিও খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
জনতার আওয়াজ/আ আ
