বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধই রয়েছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধই রয়েছে। নয়াপল্টন এলাকায় দলটির কোনো নেতাকর্মী নেই। কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তবে আশপাশের দোকানপাট খোলা রয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রোববার (২৯ অক্টোবর) বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরুর কিছু সময় পর কার্যালয়ে প্রবেশের গেটে বাইরে থেকে তালা লাগানো হয়। তবে এই তালা কে দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপি কার্যালয়ের সামনের অংশটুকু ক্রাইমসিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গত শনিবার রাত থেকে। এখনো সে অবস্থায় রয়েছে। গতকাল সেখান থেকে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সোমবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির চলমান আন্দোলনকে ঘিরে নয়াপল্টন এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জুলুমের সকল সীমা অতিক্রম করেছে সরকার : ইউট্যাব
গতকাল রোববার হরতাল চলাকালে বিএনপি কার্যালয়ের আশপাশের সব দোকানপাট বন্ধ থাকলেও আজ সকাল থেকেই সেগুলো খুলেছে। তবে সকাল থেকে কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ
