বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৩, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২ মার্চ) রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত বাদী হয়ে মামলাটি করেন।

এরআগে বুধবার সংঘর্ষের সময় আটক আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল উদ্দীন ভূইয়া (২২), জাহিদ হোসেন (৩২) ও জাকির হোসেন (৪৮) ছাড়াও মামলায় আসামি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২ মার্চ) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা পুলিশের ওপর হামলা করেন। হামলায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ এক কনস্টেবল আহত হন। সরকারি কাজে বাধা প্রয়োগও করেন বিএনপির নেতাকর্মীরা।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ