বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনাসভা – জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩০, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

 

সেপ্টেম্বর ৩, ২০২৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির অফিসের পাশে বাংলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
এতে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং আলোচনা সভাটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের হামলা, মামলা, অমানবিক নির্যাতনের পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সফল নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বগৌরবে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে আন্দোলনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা।
এছাড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, খন্দকার আলম, কেপ্টেন (অবঃ) রেজা, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, মুশফিক চৌধুরী খসরু, মাহবুবুর রহমান শাহিন, মোর্শেদুল ইসলাম, সাইফুল আনছারী চপল, মাহাতাব আহম্মেদ, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, মাহফুজুর রহমান, ফারুক হাওলাদার, মোয়াজ্জেম আহম্মেদ রাসেল, লায়েক আহম্মেদ, কামাল হোসেন তরুন, এ্যাড. শামছুন খান লাকি, মিজানুর রহমান জমশেদ, ওমর ফারুক মাসুম, ও আরিফসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ