বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে যৌথসভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে যৌথসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কর্মসূচির বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমসাময়িক বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় একটি খসড়া কর্মসূচি প্রণয়ন করেন। সাংগঠনিক কার্যক্রম চালু ও গতিশীল করার লক্ষ্যে নেতারা মতামত ব্যক্ত করেন। সভায় ছাত্র-জনতার আত্মপ্রত্যয়ী আন্দোলনের অভিযাত্রাকে প্রতিহত করতে যে নির্মম গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরাজিত স্বৈরাচারের অপকীর্তি, গুম-খুনের বিভীষিকা, বেপরোয়া মামলা হামলা ও মহাদুর্নীতির অপশাসন অপসারিত করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে পালন করা যায় সেটা নিয়ে নেতারা সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, উৎপাদন-উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত প্রকাশ করেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ