বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটের ৯ম দফায় ডাকা রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপি’র পাশাপাশি জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলো একই কর্মসূচি পালন করবে। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে শেওড়া পাড়ায় গিয়ে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু প্রমুখ নেতাকর্মী।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবে। অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের বেশির ভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।
তিনি আরও বলেন, চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই অবৈধ সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে তিনদফায় চারদিন হরতাল ও আট দফায় ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।