বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না : আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

 

বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না যে কোনো বাড়িতে বা রেস্তোরাঁয় সভা করা যাবে না। বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। কোনো কারণ ছাড়া যেন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা না হয়। আর গ্রেপ্তার করার পর সরকারের পক্ষ থেকে বলা হয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এটা সম্পূর্ণ সত্য নয়।’

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘পুলিশ ঢাকা মহানগরে বিএনপির নেতা-কর্মীদের বাসায় যাচ্ছে। তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে। কেন নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়টা জানতে চাওয়া হয়েছে কমিশনারের কাছে।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে যে সব নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই জামিনে রয়েছেন। আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো ভিত্তিহীন, অন্যায়ভাবে এ মামলা করা হয়েছে। তারপরও হাইকোর্ট এবং জজকোর্ট থেকে নেতা-কর্মীরা সেই মামলায় জামিন পেয়েছেন।’

আব্দুস সালাম বলেছেন, সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করতে, ঘরে ঢুকাতে বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হবে, এটা হতে পারে না। এটার আমরা প্রতিবাদ করেছি।’

বিএনপি এ নেতা বলেন, ‘আমরা পবিত্র রমজানে নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ জন্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা দরকার। সেই সহযোগিতা আমরা চেয়েছি। কোথাও যাতে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি।’

এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ডিএমপি কমিশনার কথা দিয়েছেন, কোনো সমস্যা হবে না। বিষয়গুলো তিনি দেখবেন।’

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি ডিএমপি কমিশনার দেখবেন বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে বিএনপির পাঁচ প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com