বিএনপি কিভাবে শক্তিশালী হতে পারে?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

বিএনপি নিয়ে আমার সমালোচনামূলক একটা বক্তব্য অনেকে দেখেছেন। সেখানে মূলত বিএনপির গবেষনা ও প্রচারণা কার্যক্রমের চরম দুর্বলতার কথা বলা হয়েছিল।
সেদিনের অনুষ্ঠানে আমার আরো কিছু বলার ইচ্ছে ছিল, সময়ের কারণে বলিনি। সেদিন প্রশ্ন করার ইচ্ছে ছিল, বিএনপির ষ্টিয়ারিং কমিটিতে মেজর হাফিজ বা আবদুল্লাহ আল নোমান নেই কেন? বা ৭০ বছরের নীচের কেউ সেখানে নেই কেন? রাজশাহীর একজন জনপ্রিয় মেয়র ছিলেন, মিজানুর রহমান মিনু, উনি এবং উনার মতো ঢাকার বাইরের নেতার কই এখন?
বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ব নির্ধারনেও ভুল রয়েছে। ঢাকার নেতারা বারবার ব্যর্থ হচ্ছে, এর বিকল্প নিয়ে কি ভাবা হয় ঠিকমতো?
বিএনপির সাইবার সেল, বা অনলাইন কার্যক্রম দুর্বল কেন? কর্মীদের মামলায় লড়ার জন্য জেলায় জেলায় আইনজীবী সেল আছে কি?
বিএনপিকে সব ধরনের ভুল এড়াতে হবে, আরো শক্তিশালী হতে হবে। দেশের গনতন্ত্র রক্ষার জন্য শক্তিশালী দ্বিদলীয় ব্যবস্থা বাংলাদেশে অপরিহার্য।
ড.আসিফ নজরুল এর ফেইসবুক থেকে

জনতার আওয়াজ/আ আ
