বিএনপি নেতাদের মনের জোর কমে গেছে: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতাদের মনের জোর কমে গেছে, তবে বেড়েছে গলার জোর বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে যায়।
বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গাড়ির চালক বেপরোয়া হলে যে অবস্থা হয় রাজনীতিতে বিএনপির এখন এই অবস্থা। কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে বলা যায় না। বিএনপি চলে? নাকি কেউ চালায়।
খালেদা জিয়া চালায় নাকি বিএনপি চলে লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সড়ক, নদী পথে নয় আকাশ পথে বিএনপি চলে। মধ্যরাতে ফরমান, নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। ফখরুল সাহেবও শান্তিতে নাই, বড় বড় নেতারা সবাই আতঙ্কে আছে, তারেক আতঙ্ক। কখন কার চেয়ার খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে।
সভায় সভাপতিত্ব করছেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
জনতার আওয়াজ/আ আ
