বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড দিয়েছে আদালত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর কলাবাগান এলাকায় নাশকতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেকে দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করে।

রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই সময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ছোটাছুটি করতে থাকে। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এ এফ এম মনিরুজ্জামান মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন উর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ