বিএনপি মিডিয়া সেলের সাথে তারেক রহমান-এর মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মিডিয়া সেলের সাথে তারেক রহমান-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

প্রেস রিলিজ
‘বিএনপি মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সাথে মতবিনিময়’
প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতা, নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বিএনপি মিডিয়া সেল। দেশ-বিদেশের সকল গণমাধ্যম ও সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সহজবোধ্য, আকর্ষণীয় ও গঠনমূলক প্রচারণা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের স্বপক্ষে জনমত গঠনে ভূমিকা, দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচির সরাসরি প্রচার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির যৌক্তিকতাসহ ব্যাপক প্রচারণা, বিশ্লেষণ ও প্রয়োজনীয়তা সহজবোধ্যভাবে সর্বস্তরে উপস্থাপন করা, পত্র-পত্রিকায় নিবন্ধ রচনা, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতীয়তাবাদের আদর্শ সমর্থনকারীদের মাঝে সমন্বয় সাধন ও বস্তু নিষ্ঠ তথ্য পরিবেশনা ও আওয়ামী অপপ্রচারের বিপরীতে যুক্তিসংগত ও সঠিক তথ্য উপস্থাপনায় সহায়তা করা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসন, পররাষ্ট্র নীতি সহ এ জাতীয় সকল ক্ষেত্রে বিরাজমান নৈরাজ্যের উপর বস্তুনিষ্ঠ, গবেষণাধর্মী কার্যপত্র প্রণয়ন, উপস্থাপনা ও প্রচারণা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্বপক্ষে এবং এর বিপরীতে দেশের জন্য ক্ষতিকারক এযাবৎ প্রচারিত এমন সকল বক্তব্য, নিবন্ধ, সংবাদ, স্থির চিত্র ও ভিডিও ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও মতামত/বিশ্লেষণসহ প্রচার এবং প্রয়োজনে সরবরাহের উদ্দেশ্যে ডিজিটাল আর্কাইভ তৈরি, বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক তথ্যাদির হালনাগাদ সংরক্ষণ, সকল প্রচারপত্র, পুস্তিকা, গবেষণা কর্ম, দেশী বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবর্তমান সকল ঘটনা ও প্রতিক্রিয়ার ডায়নামিক ডিজিটাল সংরক্ষণ, ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগসই প্রয়োগের মাধ্যমে দলীয় হাই কমান্ডের ব্যবহার উপযোগী ডায়নামিক ডিজিটাল তথ্য ভাণ্ডার সৃষ্টি, বর্তমান তারুণ্যের রুচি ও পছন্দের সমান্তরাল সোশ্যাল মিডিয়ার সকল মাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জনের সহায়ক ভূমিকা পালন, শহীদ জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে আওয়ামী অপপ্রচারের যুৎসই জবাব, প্রকৃত সত্য উপস্থাপনা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও অপরিহার্যতা সর্বস্তরে প্রচার প্রকাশের মাধ্যমেই বিএনপি মিডিয়া সেলের পথচলা।
বিএনপি মিডিয়া সেলের বর্তমান পরিচালনা কাঠামো –
আহ্বায়ক
বিএনপি মিডিয়া সেল
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সদস্য সচিব-
বিএনপি মিডিয়া সেল
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
সদস্য
বিএনপি মিডিয়া সেল
মোছাঃ শাম্মী আক্তার
প্রফেসর ড. মোর্শেদ হাসান খান
ব্যারিস্টার রুমিন ফারহানা
কাদের গণি চৌধুরী
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
আলী মামুদ
আতিকুর রহমান রুমন
শায়রুল কবির খান
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী
ব্যারিস্টার আবু সায়েম
ডা: মোস্তফা আজীজ সুমন
মাহমুদা হাবীবা
এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
বৈঠক শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি মিডিয়া সেলের গত এক বছরের কর্মকান্ডের পর্যালোচনা করে বক্তব্যে তিনি বলেন বিএনপি মিডিয়া সেলের দুই বছর পেরিয়ে তৃতীয় বছরের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা, সহমর্মিতা, ও দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে-
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
সদস্য-সচিব
বিএনপি মিডিয়া সেল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ