বিপুল ভোটে জিতে ফের ময়মনসিংহের মেয়র হলেন টিটু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপুল ভোটে জিতে ফের ময়মনসিংহের মেয়র হলেন টিটু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে নিশ্চিত জয় পেতে যাচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ১২৮ আসনের মধ্যে ১২৫ আসনে প্রাপ্ত ফলাফলে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এগিয়ে তিনি।

শনিবার (৯ মার্চ) ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

১২৮টি কেন্দ্রের ১২৫ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৪ হাজার ৩২৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ