বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যআলোকিত সেরা নারী সন্মাননা স্মারক পেলেন ১৫ জন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ
মোঃ মঞ্জুর হোসেন ঈসা বিশেষ প্রতিনিধি
আজ ৮ মার্চ ২০২৪ শুক্রবার বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইন্জিনিয়ারিং হলে আন্তর্জাতিক নারী দিবস, (২০২৪) উপলক্ষে আলোচনা সভা, আলোকিত সেরা নারী সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সংগঠন এর প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে এবং আফরিন ও নিপা আক্তার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা, প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিচারপতি এস এম মুজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ব্যারিস্টার দেওয়ান মামুন অর রশীদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, স্বপ্নীল এর চেয়ারম্যান ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু,ডাঃ শাম্মি আক্তার, কবি সোহেলী মল্লিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি শাহ আলম চুন্নু,মহাসচিব আর কে রিপন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আলোকিত ১৫ জন নারীকে সেরা নারী সন্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশনা করা হয়।