বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি ব্যাক্তিত্ব জননেতা মোহাম্মদ ফিরুজ এর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
কামাল মনসুর,
“বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য,মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট বিলাতের মুক্তিযুদ্ধের সংগঠক, কমিউনিটি ব্যাক্তিত্ব জননেতা মোহাম্মদ ফিরুজ বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ই অক্টোবর বৃহস্পতিবার ওয়েলসের লন্ডন সময় দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় সজ্জন ও গুনগ্রাহী রেখে গেছেন।
২১ শে অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম এর ১ম নামাজের জানাজা গত ১৯ শে অক্টোবর শনিবার ২ টায় কার্ডিফ শাহজালাল মসজিদে
বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। মরহুমের ১ম জানাজায় ইমামতি করেন মরহুম এর নাতি মোহাম্মদ রায়হান মোস্তফা,দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা কাজি ফয়জুর রহমান।
এর পূর্বে কমিউনিটিতে মরহুমের নানা অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব গোলাম মোহাম্মদ মোস্তফা,
যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি এমএ রহিম
সি আই পি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ও ওয়েলস আওয়ামী লীগের সেক্রেটারি এম এ মালিক,
মরহুম এর দামান্দ এনায়েত সরওয়ার, মল্লিক মোসাদ্দেক আহমেদ ও একমাত্র ছেলে মোহাম্মদ রাসেল ফিরুজ সহ প্রমুখ।
নামাজে জানাজায় ওয়েলস কার্ডিফ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক, সামাজিক, ইসলামিক, ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ সহ আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও বিশিষ্টনেরা উপস্থিত ছিলেন।
মরহুমের দেহ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে সিলেটে নেওয়ার পর ২১ শে অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে বিকেল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত ২য় জানাজার নামাজের ঈমামতি করেন কচুয়া জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা শফিকুর রহমান।দোয়া পরিচালনা করেন কচুয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত ও সহকারী ঈমাম মোহাম্মদ আলী।
এর পূর্বে বাংলাদেশের রাজনীতি ও সমাজসেবায় মরহুমের নানা অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আয়কর উকিল মাহমুদুর রহমান, প্রেসক্লাব মৌলভীবাজারের সাবেক সভাপতি এম এ সালাম,সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মুহিবুর রহমান মুহিব, প্রেসক্লাব মৌলভীবাজারের সাবেক সেক্রেটারি সৈয়দ উমেদ আলী, ও মরহুম এর ছেলে মোহাম্মদ রাসেল ফিরুজ সহ প্রমুখ।
২য় জানাজার নামাজের পর প্রচুর ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে জামে মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব গোলাম মোহাম্মদ মোস্তফা উনার ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো ছোট ভাইকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের মোল্লা বাড়ির জন্ম নেয়া মোহাম্মদ ফিরোজ প্রবাস জীবনে একাধিক সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করে গেছেন।
৬০ এর দশকে মৌলভীবাজারের চৌকষ ফুটবল
খেলোয়াড় ও বৃটেনের কার্ডিফ বসবাসকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি ব্যাক্তিত্ব জননেতা মোহাম্মদ ফিরুজ মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট এবং গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস এর চেয়ারপার্সন ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।
এদিকে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, বৃটেনের বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মনির,সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট এর সাবেক মেয়র আনোয়ারউজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,
বীর মুক্তিযোদ্ধা দোওয়ান গৌস সুলতান,
বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, শাহজালাল বাংলা সকুল কমিটির সহ সভাপতি শাহ আলী আকবর,শাহজালাল বাংলা সকুল কমিটির সাবেক সভাপতি এম আক্তারুজ্জামান কুরেশি নিপু,
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম অকিব,একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম, সাবেক ছাত্রনেতা কাজি মাসুম, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ তাহির উল্লাহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য সভাপতি সৈয়দ আনাস পাশা ও সাধারণ সম্পাদক মুনিরা পারভিন, সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম,ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক প্রেসিডেন্ট গবেষক মতিয়ার চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রুউফ তালুকদার, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, অনুপম নিউজ এর সম্পাদক এম মুহিব চৌধুরী,
কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক কারি মোজাম্মেল আলী, ইউকে অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রোজ ও সেক্রেটারি আজিজুল আম্বিয়া প্রমুখ। ওয়েলস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর,
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল,সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ট্রেজারার আলহাজ্ব লিলু মিয়া, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর, প্রবাসী বিষয়ক সম্পাদক আলহাজ্ব আসাদ মিয়া, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়েছ মনসুর,ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, সেক্রেটারি জহির আলী, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন,
নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান, বর্তমান সভাপতি শাহ শাফি কাদির, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,সহ সভাপতি শেখ আব্দুর রুউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, সোয়ানসী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মকবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা,সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস কনভেনার মুজিবুর রহমান, যুগ্ম কনভেনার কাওসার হোসেন, সদস্য সচিব রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, কচুয়া যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, প্রতিভা যুব সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর, সাবেক সেক্রেটারি রুমন আহমেদ, বর্তমান সভাপতি জামান আহমেদ ও সাধারণ সম্পাদক মাফিক আহমদ,শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক দেওয়ান টুটুল চৌধুরী ও ট্রেজারার৷ খায়রুল ইসলাম সহ কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বার্তায় তারা গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন,উনার মৃত্যুতে ব্রিটেনের বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুবই সজ্জন ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।মুক্তিযোদ্ধের বাংলাদেশের বর্তমানের ক্রান্তিকালে জনাব ফিরুজের মতো সাহসি নেতাদের প্রয়োজন যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেসময় তিনি চলে গেলেন। তিনি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ও সমাজসেবক ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করে মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে।