বীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৪, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগীতায় “মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বনাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ বটমূলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ এর পরিচালনা অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।

এসময় বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সামনে অগ্নি নিপাক মহড়া ও দূর্যোগ সময়ে কি ভাবে রক্ষা পাওয়া যায় তার প্রদর্শন করে দেখান উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন অফিসার।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ