বুবলীর নাম মুখেও নিতে চান না অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৯, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুবলীর নাম মুখেও নিতে চান না অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
শাকিব খানের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। একে অপরকে ইঙ্গিত করে মাঝেমধ্যেই কথা বলে থাকেন তারা। বছরজুড়ে দুজনের নানা ধরনের ঝগড়াবিবাদে নেটিজেনরাও বেশ বিরক্ত। এবার অপু বিশ্বাস জানিয়েছেন শবনম বুবলীর নাম মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চান না তিনি। এমনকি বুবলী বিষয়ক কোনো কথার উত্তরও দিতে চান না। একটি সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা বলেন তিনি। বুবলীর সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কি না? এমন প্রশ্নের উত্তরে একটু ভেবে অপু বলেন, আসলে ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যে সব কিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।

অপু দাবি করেন, ওনার (বুবলী) সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়াড় হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কী বলা উচিত কী বলা উচিত না। তিনি বলেন, তাকে (বুবলী) আমি পচা আলু বলেছি, তাকে এড়িয়ে গিয়েছি। অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ