বৃটিশ পার্লামেন্ট নির্বাচন : লেবার মনোয়নে পাঁচ বাঙালী নারী নেত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১০, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

আরিফ মাহফুজ, লন্ডন থেকে
মঙ্গলবার ৪ জুন জাতীয় কার্যনির্বাহী কমিটির সভায় লেবার তার অনুমোদিত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করে করেছে দলটি। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় লন্ডনের গুরুত্বপূর্ণ চারটি আসন সহ সাউথাম্পটনের একটি আসনে লেবারের মনোয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচজন নারী নেত্রী। এর মধ্যে চারজনই গত বিভিন্ন মেয়াদে লেবার থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে নিজ এলাকার নেতৃত্ব দিয়েছেন , একজন ছিলেন স্থানীয় কাউন্সিলর।
যে নারী নেত্রীরা পেলেন লেবারের মনোয়ন : রুশনারা আলী (বাথনালগ্রীন -স্টেপনী ),টিউলিপ রেজওয়ানা সিদ্দীক (হ্যাম্পস্টেড এন্ড হাইগেট),রুপা হক (ইলিং সেন্ট্রাল -একটন ), আফসানা বেগম (পপলার -লাইম হাউস ) , রুফিয়া আশরাফ (সাউথ নর্থহামট শায়ার ).
সকল প্রার্থীই নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জনতার আওয়াজ/আ আ
