বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৭, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দলটির পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার (২৯ জুন) দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি নামতে শুরু হয়। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ