বেঁচে থাকার শক্তি নাই: মেহজাবীন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেঁচে থাকার শক্তি নাই: মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক পোস্ট করেছেন যা দেখে অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় মেহজাবিন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্ট করেছেন। যেখানে ক্যাপশানে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ এই পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই আবার এ অভিনেত্রীর সান্ত্বনা দিচ্ছেন।

তানভির নামে এক ভক্ত লিখেছেন, ‘সবকিছু ছেড়ে একটু নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। বাকি সবকিছু ছেড়ে ছুড়ে একটু পালিয়ে যান যেখানে আপনি হারিয়ে যেতে চান। আপনার সেই সুযোগ রয়েছে যা আমাদের নেই।’

নাবিল নামে একজন বলেন, ‘কি হইলো হঠাৎ মেহেজাবিন আপু, সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই।’ মুহাইমিন আহসান নামে এক অনুরাগী লিখেছেন, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। সবাই জীবনে ভালো-খারাপ এর সঙ্গে যুদ্ধ করে বেচে থাকে।

এদিক আবার অনেকে এ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করছে। আরিফুল ইসলাম জয় নামে একজন লিখেছেন, ‘চাঁপাই নবাবগঞ্জ এসে আম খেয়ে শক্তি নিয়ে যান।’

ভক্ত অনুরাগীরা ভাবছেন নতুন কোনো ওয়েব ফিল্ম বা নাটকের নাম হতে পারে বা কোন বিজ্ঞাপন। তবে কী কারণে হঠাৎ এ ধরনের পোস্ট করেছেন তা নিয়ে অভিনেত্রী মেহজাবিন স্পষ্ট করে কিছু বলেননি।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ