বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় : নিতাই রায় চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় : নিতাই রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজকের এই বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম
আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আজকের এই বাজেটর অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট। বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরী করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরকেই উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরী করা হয়েছে। আজকে দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানেরা ভয়াবহ দুর্নীতি করছে। এই হচ্ছে দেশের অবস্থা।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হক পাইলট, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা, আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন জুঁই ইঞ্জিনিয়ার সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. শফিক, যুব বিষয়ক সম্পাদক মো. বরকত পাটোয়ারী, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, জিসফ নেতা আবু জাফর দেওয়ান, মোহাম্মদ সুমন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ