ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতার মৃত্যুতে মির্জা আলমগীর এর শোকবার্তা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৬, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতার মৃত্যুতে মির্জা আলমগীর এর শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতা মোছাম্মৎ আমিনা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মোছাম্মৎ আমিনা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোছাম্মৎ আমিনা খাতুন এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। গভীর পরিতাপের বিষয় এই যে, মাতার মৃত্যুশোক কাটিয়ে উঠার আগেই অর্থাৎ চার দিন পর ব্যারিস্টার মওদুদ আহমেদ এর আপন ভ্রাতা ডাক্তার আব্দুল মান্নান খানও (৬২) মৃত্যুবরণ করেন। ডাক্তার আব্দুল মান্নান খানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মোছাম্মৎ আমিনা খাতুন এবং ডাক্তার আব্দুল মান্নান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com