ব্রিটেন থেকে ফাস্ট ট্রাকে সাধারণ জনগণ নয় লুন্ঠিত অর্থ ফিরিয়ে আনুক সরকার : এমরান আহমেদ চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রিটেন থেকে ফাস্ট ট্রাকে সাধারণ জনগণ নয় লুন্ঠিত অর্থ ফিরিয়ে আনুক সরকার : এমরান আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

 

মাহফুজ আরিফ, বিশেষ প্রতিনিধি লন্ডন
চলতি সপ্তাহের সবচাইতে আলোচিত সংবাদ যুক্তরাজ্যে বসবাসরত ১১ হাজার বাংলাদেশী এসাইলাম আবেদনকারীকে ফাস্ট ট্র্যাক বা দ্রুত আইনে স্বদেশ পাঠানো নিয়ে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকারের বিশেষ চুক্তি। বাংলাদেশ সরকারের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির এই সম্মতির প্রকট সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
যুক্তরাজ্য সরকারের সাথে এমন চুক্তি নিয়ে এমরান আহমেদ চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন , হতদরিদ্র বাংলাদেশ দেশের কোটি কোটি তরুণ সমাজ বেকার জীবন যাপন করছে , দৈন্যতায় দিন কাটে দেহের সিংহ ভাগ মানুষের এরই মধ্যে নিজ ও পরিবারকে সুখী করতে সোনার হরিণ ধরার স্বপ্ন নিয়ে মানুষ প্রবাসে পাড়ি জমায়। নানা কষ্ট সহ্য করে প্রবাসে টিকে থাকতে চায় প্রবাসীরা , জীবনের সাথে যুদ্ধ করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির টাকা সচল রাখে , সেই প্রবাসীদেরকে বিদেশের মাটিতে টিকিয়ে রাখতে সরকারকে বিদেশী রাষ্ট্রের সাথে সহযোগিতার চেষ্টা করতে হয় , কোন রাষ্ট্র যাতে প্রবাসীদের দেশে ফেরৎ পাঠাতে না পারে এমনি সচেষ্ট থাকতে হয় কিন্তু বর্তমান সরকারের আমলে ঠিক তার উল্টো চিত্র প্রবেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে সরকার এক কদম এগিয়ে গিয়ে হাত বাড়ায়। সম্প্রতি ব্রিটেনে অবস্থান রত ১১ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করছে সরকার , এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ১১ হাজরা মানুষ দেশে ফিরে আসলে তাদের নিজেদের জীবন অনিশ্চিতের মধ্যে পড়বে , শুধু তাই নয় এর সাথে জড়িত রয়েছে তাদের পরিবার পরিজন। ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিত ব্রিটেন থেকে ফেরৎ আসলে দেশের অর্থনীতি মারাত্মক প্রভাব পড়বে , রেমিটেন্স থেকে বঞ্চিত হবে দেশের অর্থনীতি , এর প্রভাব সমগ্র দেশ -জাতির উপর পড়বে। সরকারের উচিত ছিলো যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করার এই ১১ হাজার নাগরিক সহ ব্রিটেনে অবস্থিত সকল বাংলাদেশী অবৈধ অবিভাসীদের বৈধতা দেয়ার। এ সবই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।
বিএনপির এই নেতা আরও বলেন , সরকার রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যার্থ , হাজার হাজার কোটি টাকা আত্নসাৎ করে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকারের লোকজন ,ফাস্ট ট্র্যাকে সাধারণ মানসুহাকে ফিরিয়ে না এনে এসব দেশের সম্পদ লুন্ঠনকারীদের সম্পদ ফাস্ট ট্রাকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসুক।
ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি ভোটবিহীন সরকারের দেশের জনগণের প্রতি দায়বোধহীনতার আরেকটি প্রমান। বিষয়টি শুধু আমাকেই নয় দেশের ১৮ কোটি জনগণকে উদ্বিগ্ন করেছে। আমরা দাবি জানাই সরকার ইউকের সাথে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি থেকে ফিরে আসুক। রক্ষা করুক দেশের হাজার হাজার মানুষের স্বপ্নকে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com