ভয় কাকে দেখান, রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভয় কাকে দেখান, রাজপথের রাজা ছাত্রলীগ: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১২, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১২, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘কাকে ভয় দেখান? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা ছাত্রলীগ।

জনদুর্ভোগ পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাদ্দাম বলেন, মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে ব্লকেড দিয়ে বসেছে। এই মুুহূর্তে বাংলাদেশে কোনো কোটা পদ্ধতি নেই। এরপরও ব্লকেড ব্লকেড খেলা এবং দুর্ভোগ তৈরির কি কোনো যৌক্তিকতা আছে?

তিনি আরও বলেন, বুয়েটে রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? কোথাও কোনো দুর্ভোগ হয়েছে? আইনের মাধ্যমে রাব্বি তার সিট ফিরে পেয়েছে।

সাদ্দাম বলেন, একবার বলে মেধা না কোটা, আরেকবার বলে কোটার সংস্কার চাই। তারা আসলে কোনটা চায়? আদালত বলছে কোটা নেই, তাও তারা আন্দোলন করছে। তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায়?

বিএনপিকে উদ্দেশ করে ছাত্রলীগ সভাপতি বলেন, আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা, এখন খেলছে সমর্থন সমর্থন খেলা। এখন যারা শাহবাগে রয়েছে, তারা প্রফেশনাল আন্দোলনকারী।

তিনি বলেন, ব্যানারে লিখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা ব্যবস্থা তুলে দেয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে। কোটা তুলে দেয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা শতকরা ৪জন সুযোগ পেয়েছে।

সাদ্দাম বলেন, কোটা মানে কি কম মেধা? মেয়েরা কি প্রিলিমিনারিতে পাস করে না? সব পাস করেই তো সুযোগ পায়। নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে।

তিনি বলেন, চার বছর পর ফুটবল খেলার জন্য অপেক্ষা করি, বিএনপি-জামায়াতের সময় বিসিএসের জন্য অপেক্ষা করা লাগতো। বিএনপির আমলে হাওয়া ভবন থেকে লিষ্ট ধরিয়ে দেয়া হতো কারা বিসিএস ক্যাডার হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ