ভাবির পর দেবরের জাতীয় পার্টির সম্মেলনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছয় মাস আগেই দলের জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছেন। আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জিএম কাদেরপন্থী জাপার দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এ তথ্য জানান দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। অন্যদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ৯ মার্চ বেগম রওশন এরশাদপন্থি জাপার দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি গুলশানে নিজ বাসভবনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন রওশন এরশাদ।
জিএম কাদেরপন্থী জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, গত বুধবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় ১২ অক্টোবর দলের জাতীয় সম্মেলনসহ আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাসমূহের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে স্ব-স্ব জেলায় বর্ধিত সভা করা হবে। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশগ্রহণ করারও সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
