ভারতকে ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৪, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতকে ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মনে করেন, ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না। বিশ্ব পর্যটন দিবসে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত। সেখানেই তিনি জানান, ‘বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশে উড়ান পরিষেবা শীঘ্রই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি…এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। আমাদের সেনাবাহিনী কী ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ কী ধরনের সহায়তা করেছে তা তাদের বোঝা উচিত। এটা ভুলে গেলে চলবে না।’

মুখ্যমন্ত্রী মানিক সাহা আরো বলেন, ‘আমি বারবার তাদের মনে করিয়ে দিতে চাইবো ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি … বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না।’

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলকই’ থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না। জয়শঙ্কর বলেছিলেন, ‘দিনশেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।’
সূত্র : দ্য প্রিন্ট

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com