ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব দলই ঐক্যবদ্ধ’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
ভারতের আগ্রাসন, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা জামাল হায়দার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেছেন।
আতিকুর রহমান সালুর স্মৃতিচারণ করে মোস্তফা জামাল হায়দার বলেন, ১৯৭০ সালে ২২ ফ্রেব্রুয়ারি পল্টন ময়দানে পূর্ব পাকিস্তান আয়োজিত ছাত্র সভায় ঐতিহাসিক ঘটনা উদ্ভাবন করেছিলাম, আর এই সভার বিশিষ্ট নেতা ছিলেন তিনি। ওই সভায় সভাপতিত্ব করেছিলাম আমি। অনেকের বিরুদ্ধে ৬০ বছর কারাদণ্ড হয়। সালুও রেহাই পাননি।
তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক বাংলা আংশিক কায়েম করেছিলাম। কিন্তু পরাধীনতার নতুন শৃঙ্খলে আবদ্ধ হয়েছি। ভারতীয় আগ্রাসন কবলে পরেছি। এই আগ্রাসনের বিরুদ্ধে নদীর পানির ন্যায্য হিস্যা বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। গোটা বাংলার বীর সন্তানরা আজও পানির জন্য লড়ায় করছে। এই মঞ্চে শপথ নিতে হবে যে, আমরা এই দাবি অক্ষরে অক্ষরে আদায় করবো, ইনশাআল্লাহ।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খা ন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আইএফসি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুল রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক, বাসদ সাবের সাধারন সম্পাদক জনাব খালেকুজ্জামান প্রমুখ।