ভারতের অতিথিদের আপ্যায়নে ত্রিপুরায় গেলো বাংলাদেশি খাবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের অতিথিদের আপ্যায়নে ত্রিপুরায় গেলো বাংলাদেশি খাবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে করে শুকনো খাবার ও জুস গেলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।

শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার পাঠানো হয়, যা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে পরিবেশন করা হবে।

স্থল বন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, ভারতের আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনে ২৬ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য একেকটি কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট লেক্সাস বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডাল ভাজা ও এক প্যাকেট চিপস ছিল।

সূত্র আরো জানায়, ভারতের আগরতলায় প্রতি বছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে।

খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এস.আই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ